আরিফুল হক কুমার

এলাম কখন যে যাবো

 আরিফুল হক কুমার



কোথায় গিয়েছিলাম যে ফিরে আসছি!

আসলে কে যায়, কে ফেরে?

কার দুচোখ সন্ধান করে আকাশের ওপারে

নক্ষত্রহীন শূন্য নিকুঞ্জে প্রভুর

নিত্যজাগরণ!

মেলে ধরেনি অভিজ্ঞান_

বলেনি, ওহে ভগ্নদূত কেন এসেছিলে?

এই নাও অমত্যস্পর্শ_ এই নাও অমৃত বারি

প্রভু চরণ রাঙালে হদিরক্তরাগে_

চুম্বনে এতোটা অরুচি!

আমিতো তোমার মিলন তিয়াসে সপ্তসিন্ধু

পাড়ি দিতে চেয়েছিলাম ।

বুকজুড়ে তোমার প্রলয় নাচন ।

বুকের গোপন থেকে জ্বলে উঠছে চিতার আগুন_

সমর্পণের ছাইভস্মে ঢেকে যাচ্ছে মুখ

তুমি বলছো, যাও

সেকি! আমি এলাম কখন যে যাবো?




প্রেমিক


যতটা মুগ্ধ হলে প্রেমে পড়া যায়

ততখানি বিগলিত হয়নি হৃদয়

তৰু ছায়া দেখে দেখে ভেবেছি নদী

অতলান্ত স্বপ্ন কুহকে নিরবধি

ঢেউ গুনে গুনে সন্ধ্যার কিছু আগে

মৃত পাখিদের কাকলীর অনুরাগে

ব্যাধের পোশাকে একেছি পুষ্পশর

ভেবেছি তাহলে, আমি কী জাতিস্মর

আমি কী এখনো গত জন্মের ভুলে

এখনো তোমার ফেলে যাওয়া স্থৃতি

নিদাঘে গোপন বিফল আরতি

বাতাসে বিছানো বীত শরীরের ঘ্বাণ

আমারে জানায় দ্বিধাহীন আহ্বান!

পরাবাস্তব প্রান্তরে বিবসনা এক চাদ

পেতেছে আজকে কুহেলিকা ফাদ

নিকুর্জ ভেবে যেতে পারি সেখানেও

সাথে নিয়ে কতো লুপ্ত জলের ঢেউ ।

নদী ছিল আজ মৃত সব বালিয়াড়ি

প্রেমে নয়, প্রাণ ছলনায় কাটা ঘুড়ি ।





পাঠকের মতামতঃ